পড়ন্ত বিকেলে, ব্ল্যাক টিকেটে মহাশূন্য যাত্রা
যেন মহা আশীর্বাদ।
হাফ সেঞ্চুরি পেরিয়ে  
ষাটের দুয়ারে মিষ্টি হাতছানি।
রুটি, রুজির হিসেব চুকিয়ে
নতুন জেগে ওঠা চড়ে
হাতপা ছড়িয়ে আবার স্বপ্ন দেখা।
যেন অনতিক্রান্ত এক সোনালী বিকেল।