আমরা সবাই দুঃখ নিয়ে অপেক্ষারত,
কেউ বসে আছে অতীতের এক ড্রয়িং-রুমে।
ঘড়ির পেন্ডুলাম দুলছে উত্তর থেকে দক্ষিণে,
বন্ধুর আগমনে উতলা যে মন,
কোক আর সিঙ্গারার তালে তালে
বেজে চলছে, 'সালতান অফ সুইং'।
তারপর মার্ক নফলারের লিড গিটারে
হার মেনে যায় বিশাল এক বিকেল।
আমরাও হাসি, সেই কথা ভেবে,
পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে,
মনে হয় জোর করে মুছে ফেলা
বন্ধুত্বের স্মৃতি আবার গজিয়ে উঠে
পুরনো এক ডেকসেটের সমাধি থেকে।
ক্যাসেটের ফিতেগুলো আজ
শুকনো সবুজ ঘাস,
আর আজন্মের বন্ধুত্ব যেন
বিশাল এক সূর্যমুখী ফুল
গজিয়ে উঠে গ্রীষ্ম মণ্ডলীয়
এক তুচ্ছ শহরে।