আমি স্বর্গে যাবো তোমাকে নিয়ে,
এই জন্মে না হোক আরেক জন্মে।
নয়তো শতজন্ম ছুঁইয়ে বারংবার
তোমাকে নিয়েই অবিচল থাকবো।
আমি স্বর্গে যাবো তোমাকে নিয়ে।


আমি স্বর্গে যাবো তোমাকে নিয়ে,
যতো সব স্বর্গ-ব্রহ্ম বেঁচে থাকে
মগজের প্রান্তে প্রান্তে পরমাণুজুড়ে।
তারপর আবার ফিরবো এই নিখিলে।
আমি স্বর্গে যাবো তোমাকে নিয়ে।