আমি রাত্রি, বৃষ্টি আর বজ্রপাতে আটকে গেছি
এক জীবন্ত রেলপথের ভিতর।
আমাকে বাঁচানোর আর কেউ নেই,
সবাই ভাবল আমি মরে গেছি
এই প্রাণহীন, ছায়াবিহীন মৃত শহরে।
অথচ আমি দিব্যি বেঁচে আছি
আমার শব্দ-সুরের আর্তনাদে,
এক রীতিবিহীন পবিত্র শুরিখানায়;
যেখানে আকাশটা কেবল আমার আর প্রিয়তমার,
যে বেঁচে আছে কেবল সপ্তর্ষিমণ্ডলের আলোরঝলকানিতে।
আমি, রাত্রি, বৃষ্টি আর বজ্রপাতেও তাকে ভালোবাসি
এমনকি এই হাওয়াবিহীন নশ্বর দেহেও আমি
তাকে নিয়ে অবিনশ্বরতার স্বপ্ন দেখি।