আমি মৃত্যু চাইনি, মৃত্যুর স্বাদ চেয়েছিলাম
অথচ তুমি আমাকে মৃত ভেবে ছেড়ে চলে গেলে।
মৃত্যু অথবা স্ব-ইচ্ছায় মৃত্যু এতো সহজ নয়,
যাদের জীবনটা নড়বড়ে কিন্তু মাথায় চির বসন্ত,
তারা কখনও নিজের জীবনকে সঁপে দেবে না সিংহের হাতে।
তারা বরং একাকীত্বের ছুরির আঘাতে আহত হবে বারবার
নিষিদ্ধ হয়ে যাবে সমাজ থেকে তবুও মৃত্যুকে বরণ করবে না কখনো।
আমি মৃত্যু চাইনি, মৃত্যুর স্বাদ চেয়েছিলাম কেবল
অথচ তুমি আমাকে মৃত ভেবে ছেড়ে চলে গেলে।