আমায় নিয়ে ভাবছে যে জন
তাকে আমি করি যতন।
দুষ্টুমি আর খুনসুটিতে
কেটে যে যায় এ-জীবন।
সে আর নয়কো কেউ
আমার ছোট্ট মানিক রতন
হাজার নামে ডেকে ডেকে
মগ্ন থাকি সারাক্ষণ।
রাজকুমারী, এখন থেকে
তোমায় নিয়ে চলবে
জীবন-ঘড়ি;
তোমার বৃদ্ধি দেখতে দেখতে
যেন কুশল চিন্তায়
মরি।