আমার শীতাতপ নিয়ন্ত্রিত মৃত্যু
আর
তোমার ক্ষয়ে যাওয়া স্বপ্নের মাঝে
আজো
যে সব পায়রা উড়ে বেড়ায়
তাদের
মৃত্যু কখনও ঘটে না পার্থিব অ্যান্টি-এয়ারক্রাফটের শত ডামাডোলের মাঝে।
কারণ তারা আসলেই সাজানো সময়, স্থান, কাল থেকেও মুক্ত
মনের ফোয়ারায় যারা আজন্ম ভেসে চলে অন্যলোকে।