আমার আত্মাটা রোদ্দুরে ভেসে ওঠে
নেচে ওঠে ছায়ার আড়ালে।
আমি অনুভূতি দিয়ে তাকে ধরার
চেষ্টা করি মাত্র।
কিন্তু আবার আত্মার কথা ভুলে পড়ি
যখন রাজা হওয়ার স্বপ্ন ভেস্তে দিয়ে
প্রজা হওয়ার কথা ভাবি কেবল।
টাকার রাজ্যে আত্মার অস্তিত্ব খোঁজে কে?
এখানে সকলেই যে প্রেতাত্মা বনে
আবার স্বর্গে যাওয়ার স্বপ্নে বিভোর।
তাই আত্মার আমি এঁকে ফেলেছি, অনেকবার
যখন আমি জীবনের কথা ভুলে গিয়ে আত্মায় মনোনিবেশ করি।
সবুজ, বেগুনি, নীল অথবা রঙহীন আত্মার।