আজ অমল কান্তির মন ভালো নেই,
আকাশ জুড়ে তারার মেলাও নেই।
যদিও রাশিচক্র জুড়ে কেবল সম্ভাবনা,
দুয়ারে দুয়ারে ঘুরে জুটল কিছু সান্তনা।