আজ তোমার জন্মদিন
আমার চিরন্তন উচ্ছ্বাস।
আজ আমি আকাশ হয়ে অপেক্ষারত।
এই মিষ্টি রোদ্দুরের বৃষ্টিতে
আজ আমি বাতাস হয়ে ঘুরবো
তোমার নিষিদ্ধ আঙিনায়।
আজ আমি আকাশ হয়ে অপেক্ষারত।
আজ পৃথিবীর যতো ঘৃণা,
যতো নোনা অশ্রুজল
বুনো মাটির গন্ধে একাকার হোক,
পরিণত হোক এক পৃথিবীর আদি শ্লোক।
আজ আমি আকাশ হয়ে অপেক্ষারত তোমার জন্য।
আজ আমি নির্লিপ্ত, অপ্রমত্ত
ম্লান করেছি পৃথিবীর যতো ক্ষুধা।
নিজেকে করেছি উজাড়, মৈত্রীময়
তোমার প্রেমময় পলির প্লাবনের ধারায়।
আজ আমি আকাশ হয়ে অপেক্ষারত তোমার জন্য।