চারিদিকে যুদ্ধের ডামাডোল
ইউক্রেইন, রাশিয়া, মুদ্রাস্ফীতি।
দাবার বোর্ডে কার্লসনের পরাজয়,
চাতুরি নাকি ভেল্কিবাজি?
আড়ালে থেকে যায় অনেক কিছুই,
অথচ এই সময়ে আমি ভাবি,
গিটার হাতে সুর ছড়ানোর কথা;
ছড়াবো বৈকি, আমার তোমার
সুরের স্বপ্ন বৃথা যাওয়ার মতো
সংজ্ঞায়িত নয়।
রাজধানীতে তাপদাহের বৃষ্টি ঝরে,
লোডশেডিং এর ছায়াতলে নামছে
সংস্কৃতি-বিমুখ মানুষের ঢল।
তবে ঠিক এই সময় আমি নামবো
আবার সেই পুরনো গিটার হাতে
তেতো সত্যগুলো উচ্চারণ করার উচ্ছ্বাসে।