আজ রাতের নিঃশব্দে জেগে উঠেছে তোমার গান,
আটকে রাখতে পারিনা, ছুটে যায় এ মন।
কবিতার পাতা থেকে উঠে আসা শব্দগুলো
অগোচরে উড়ে যায় বাতাসে,
চেনা চেনা ছন্দে মন মাতে
জীবনের সুবাসে।
বৃষ্টি শেষে হাজির, আকাশজোড়া রামধনুর মেলা,
বৃষ্টিভেজা পাতায় নেচে ওঠে প্রজাপতির খেলা।
ক্লান্ত দুপুর, সঙ্গীহীন তোমার-আমার পথ চেয়ে,
একরোখা বাতাস হেসে বেরায় দিগন্তের সীমানা বেয়ে।
ভিড় ঠেলে উঠে আসে স্বপ্নের রং-বেরঙের ছবি,
তোমার এক ডাকে আমি যেন এক ঘরছাড়া কবি।
ঘড়ির কাঁটা জুড়ে লেগে থাকে সময়ের অবাধ্য প্রশ্রয়,
শত প্রতীক্ষা পেরিয়ে পেয়েছি তোমার আশ্রয়।
তুমি যেন শরতের সকালে শিশির ছোঁয়ার মুগ্ধতা,
তোমার চোখে মিশে থাকা এক অচেনা স্নিগ্ধতা।
বৃষ্টিভেজা রাতগুলো ঝিঁঝির ডাকে হয়ে ওঠে মাতোয়ারা,
তোমার দুমুঠো স্পর্শে আজ আমার হৃদয় আত্মহারা।
আমার বন্দী চার দেওয়ালের মাঝে আটকে আছে স্বপ্নের এক তরবারি,
তুমি যেন আমার চিত্রকল্পে সেজে ওঠা এক আগন্তুক নারী।