আমাকে আজ আর চাইলেও পাবে না,
শহরের ফুরিয়ে যাওয়া কোনো জনহীন রাজপথের আড়ালে।

এই ইটের কোলাহলে বন্দি হয়ে আছে
সহস্র ছন্নছাড়া জীবনের উপকথা।

এই পাথুরে দেশ আমার নয়,
এই কংক্রিটের শহর আমার নয়।

এই শহর কতবার মোমবাতির আলোয় করেছে স্নান,
তবু অন্ধকার অবিকল, জাগেনি প্রাণ।

এই আকাশও অজান্তে গেছে চুরি,
নীল সাগরে রেখেছি গেঁথে
আমাদের বিচ্ছেদের রঙিন ঘুড়ি,
ভেসে বেড়ায় দিগন্ত জুড়ে।

যদিও রাতের আকাশে কখনো জন্মে ওঠে
একগুচ্ছ উদাসী ফুলের মালা,
হয়তো তা আর আমাদের ভাবায় না,
শুধু জেগে থাকে তারাদের পথচলা।

শূন্যতায় ভেজা বাতাস বেয়ে
জেগে ওঠে অগণিত জীবনছুট মানুষের কথা,
এক পশলা বৃষ্টি ধুয়ে দেয়
স্মৃতির শেষ চিহ্ন, তবু জাগে না মানবতা।
সারি সারি আকাশপ্রদীপ চেয়ে থাকে, নেভে না,
ভাঙা স্বপ্নের শহরে জ্বলে থাকে নিঃশব্দ বিদ্রোহ।