হাজার বছর ধরে দাঁড়িয়ে আছি,
সেই দূর সীমানার ধূসর প্রান্তে।
অজস্র পথের বাঁকে বাঁকে,
ক্রমাগত শুনি শব্দের করুণ চিৎকার।
রাতভর দিশেহারা আকাশ আজও থমকে আছে
কোনো নিঃশব্দ স্তব্ধতায়।
পুরোনো স্মৃতিমাখা সকালগুলো
আর আসে না সেদিনকার মতো করে,
সব হারিয়ে গেছে,
সময়ের স্রোতে ভেসে গেছে দূরে।
রঙিন স্বপ্নের নেশায়
আজ আমার এই পৃথিবী সর্বহারা।
জীবন-মৃত্যুর অবাধ বাঁধনতায় সামিল
এই বিচ্ছিন্ন আকাশ।
আমাদের ইচ্ছাগুলো বন্দি হয়ে আছে
স্মৃতিমাখা দেয়াল-জানলার ফাঁকে ফাঁকে,
কখনোবা বিষণ্ণ কালো মেঘের মতো
ভেসে গেছে ধূসর মহাকাশের তীরে।
বৃষ্টি ভেজা নীল সন্ধ্যাগুলো নেমে আসে,
এই পৃথিবীর নীরবতা ছুঁয়ে ফেলার চেষ্টায়,
অজানা রাস্তার বাঁকে বাঁকে পড়ে থাকে
শুধুই আনন্দের ছাই।
একা পড়ে আছি এই ব্যর্থ জীবনের কারাগারে,
বয়ে নিয়ে চলেছি,
শুধু বৃথা জীবনের মায়া।