এক রাশ আলো এসে কড়া নাড়ে আমার মুখে,
নতুন ভোরের ছোঁয়া নিয়ে আসে আরেকটি সকাল।

সবে মাত্র জেগে ওঠা পাখিদের স্বপ্নেও তার বসবাস,
এক অনন্ত নিশ্চয়তা ভেঙে উপস্থিত এই সকাল।

গাছের ডালে হালকা দোলার সাথে লুটোপুটি খেলে হাওয়া,
পাতাদের মৃদু কোলাহলে গুনগুনিয়ে ওঠে এই সকাল।

কুঁকড়ে থাকা মানুষগুলোর কণ্ঠে ফুটে ওঠে আশার গান,
এ পথভোলা পৃথিবীকে দিতে চায় এক ফোঁটা আলো,
এই সকাল কি এখনো তাদের কাছে
দিন গণনার অবসর?

আবারও পাশে এসে দাঁড়ায় এই সকাল,
দিগন্ত জুড়ে ছড়িয়ে দেয় ভালোবাসার উষ্ণতা।

আবারও এ আলোর চাদরে জেগে ওঠে বিষণ্ণ পৃথিবী,
এই সকাল যেন মুঠোভরা রঙিন স্বপ্ন।

নতুন সম্ভাবনায় মাতোয়ারা এ পৃথিবী।

এ আহত শহর জুড়ে নেমে আসে তীব্র রোদের ঝরনা,
কোকিলের কণ্ঠে শুরু হয় নতুন গল্পের সূচনা।

আমার দরজায় এসে কড়া নাড়ে আরেকটি নতুন সকাল,
এক ফালি জানলা পড়ে থাকে আমার পাশে,

আবারও জেগে উঠি এ পৃথিবীকে ভালোবেসে।