[ভরসা]
আশায় আশায় বুক বেঁধেছি
যতই আসুক ভয়,
মনের সকল দ্বন্দ্ব কাটিয়ে
ভয়কে করেছি জয়।
বেদন মাঝেই সুখ খুঁজেছি
হয়েছি নিজেই বন্দী,
দুখের প্রলয় কাটিয়ে ওঠার
এটাই আসল ফন্দি।
নিজেকে বাঁচাও অন্যে বাঁচুক
এইতো মেনেছি সার,
বাঁচলে মানব তবেই সমাজ
গড়বে পুনর্বার।
আবার উঠবে নতুন সূর্য
থাকবে না আর ভেদ,
আপদের কথা মাথায় রেখে
মনেতে লও এ জেদ।
আগামী দিনকে স্মরণ করে
বাঁচার লড়াই লড়ো,
পক্ষ কালেই হাতে ফল পাবে
তারপরে হয়ো জড়ো।
দূরতা বজায়ে থাকবে নিজের
চিত্ত ভাবনা হীন,
দুখের শেষে অচিরেই জেনো
আসবে সুখের দিন।
[দুবাই, ২রা এপ্রিল ২০২০]
©চিন্ময়