[উত্তরণ]

দুহাত তুমি বাড়িয়ে দিয়ে চাইলে নয়ন পানে
আমার মনে কুয়াশা সব উধাও জাদুর টানে।
জাদুর টানে পড়লো বাঁধা গললো কঠিন মন
প্রেমের তৃষা আকুল মনে সুদূর পিয়াসী মন।
পিয়াসী মন নিবিড় ভাবে আপন সুধায় ভরে
বিভোর হয়ে অঝোরে তার খুশির পরশ ঝরে।
পরশ ঝরে ধরার তলে আবেগ সরায় কালো
মনের যত আঁধার ঠেলে ছড়ায় খুশির আলো।
খুশির আলো রাঙিয়ে মনে সরিয়ে বেদন দূরে
জীবন বীণা বাজতে থাকে কোমল মধুর সুরে।
মধুর সুরে পথিক একা বাজায় প্রেমের বাঁশি
বিজন পথে সে-সুর যেন শ্যামের মোহন বাঁশি।
মোহন বাঁশি উদাস করে বাড়ায় মনের তৃষা
গহন মনে হাজার তারা আঁধার দেখায় দিশা।
দেখায় দিশা মনের মিতা চাদর বিছায় মনে
উথলে ওঠে প্রগাঢ় প্রেম এমন মধুর ক্ষণে।
মধুর ক্ষণে উপচে পড়ে পরশ মাখানো গান
হৃদয় ছোঁয়া সুরের মায়া এমনি প্রেমের টান।
প্রেমের টান এমনি টান বাড়ায় ক্ষমার হাত
হৃদয় মাঝে সুচারু তার তারায় ভরানো রাত।

[দুবাই, ২৮শে এপ্রিল, ২০২০]
©চিন্ময়