[তোমাকে অভিবাদন]

আগামীর দিন স্বাগত তোমায়
তোমাকে অভিবাদন,
আজ সকালের ডাকেই পেলাম
তোমার নিমন্ত্রণ।
খুশিতে ভরেছে আকাশ বাতাস
ভরে গেছে কলতান,
পাখিরা খুশিতে আজ ডগমগ
কন্ঠে ফিরেছে গান।
গাছপালা যত খুশিতে বিভোর
সবুজের সমারোহে,
শাখায় শাখায় পাখিরা ফিরেছে
আবার পুরানো মোহে।
মুক্ত বাতাসে বিষ কমে গেছে
ধরণী হয়েছে শুচি,
মাথার ওপরে সুনীল আকাশ
ধোঁয়াশা গিয়েছে ঘুচি।
দুষণের সীমা সহসা নেমেছে
ভেঙেছে পাষাণ কারা,
না-মানুষে দেখি উল্লাসে মাতে
খুশিতে পাগলপারা।
প্রকৃতির রোষ থেমেছে এবার
চড়ুই ফিরেছে দ্বারে,
তিনটে শালিক আবার জুটেছে
রান্না ঘরের পারে।
গাঙচিল মেলে ডানা নির্ভয়ে
সুনীল আকাশ পারে,
পরিযায়ী পাখি ফিরেছে আবার
হারিয়ে ছিলাম যারে।
শামুকখোল ও রাতচোরা পাখি
ফিরেছে গাছের ডালে,
অবলুপ্তির দামামা থামিয়ে
প্রজনন বাড়ে তালে।
মেছো বক আর পানকৌড়ির
আনাগোনা ঝিল ধারে
বালি হাঁস আর কাদা খোচা পাখি
ফিরেছে এ সংসারে।
ফুলে ফলে আজ প্রকৃতি ভরেছে
চারি দিক ঝলমল,
নব প্রভাতের হাতছানি সাথে
নিস্ক্রিয় হলাহল।
মানুষেরা আজ শিক্ষা পেয়েছে
কৃতকর্মের ফলে,
মহা প্রলয়েতে দম্ভের শেষ
প্রকৃতির যাঁতাকলে।

[দুবাই, ১লা এপ্রিল ২০২০]
©চিন্ময়