[সুদূরের আলিঙ্গন]

বন্ধু তোমায় স্মরণ করি কামনা করি কুশল
আশাকরি পাচ্ছো এখন ঘরে থাকার সুফল।
অটুট রেখেই বোঝা-পড়া এমন কঠিন দিনে
বিশ্বাস আর নিঃশ্বাসেতে নিজেরে নাও চিনে।
হাতে এখন সময় অগাধ গোছাতে সংসার
ঘরে থাকার সুযোগ এমন মেলাই হবে ভার।
দিচ্ছ সময় পরিবারকে খুবই সুখের কথা
এমন সুযোগ কমই আসে হঠাৎ যথা তথা।
হৃদয়েতেই বাঁচিয়ে রেখো সম্পর্কের চাবি
দূরত্বটা দূর সেতো নয় এটাও দেখো ভাবি।
খোলা প্রাণের হাসির মানেই বন্ধুত্বের ছোঁয়া
ভালোবাসা মানে কিন্তু হৃদয় মাঝে পাওয়া।
দুঃসময়ে কাছে না হোক মনের কাছে থাকো
এ পরীক্ষা বেঁচে থাকার শুধুই মনে রাখো।
সুখে যেমন দুঃখ আসে দুখের পরেই সুখ
দুনিয়াদারির এটাই নিয়ম আবর্তেরই মুখ।
কঠিন সময় পেরিয়ে যেদিন আসবে সুসময়
আলিঙ্গনেই ভাসবে সেদিন যুথবদ্ধ হৃদয়।
বেলাশেষেই পথ দেখাবে থমকে থাকা সময়
মেঘ সরিয়ে ফুটবে আলো আসবে সুসময়।

[দুবাই, ২৪শে এপ্রিল, ২০২০]
©চিন্ময়