[সমাপতন]
ফুটবল আকাশে তারকা পতন
মাঝে চল্লিশ দিন
পিকে'র পরেই টিমে যোগ দিল
বন্ধু চুনী এ-দিন।
ভারত হারালো প্রবাদ প্রতিম
ফুটবল খেলোয়াড়
করোনা থাবা এড়িয়ে তবুও
পেলনাতো নিস্তার।
ফুটবলে সেতো কিংবদন্তী
ক্রিকেটেও চুনী দক্ষ
বাংলা দলের ক্রিকেটে স্তম্ভ
কাঁপে যত প্রতিপক্ষ।
রনজি দলের ডাক ফিরিয়ে
ফুটবলে মজে থাকা,
ফুটবল সাথে বড় গাঢাকা প্রেম
ফুটবল নিয়ে মাতা।
যেই ময়দানে দাপিয়ে ছিলেন
একদা পিকে-ও-চুনী,
সেই ময়দান ছেড়ে চলে গেল
দিকপাল দুই গুণী।
ময়দানকেই বিদায় জানিয়ে
গেলেন অমৃতলোকে,
পিকে চুনী মিলে টিম গড়ে নেবে
এবার স্বর্গলোকে।
চিরতরে তাঁর চলে যাওয়াকে
মানতে চায়না মন,
অনতিকালেই চলে যাওয়া যেন
বিরল সমাপতন।
বাংলার মাঠ ভুলবেনা কভু
যতই যাওনা দূরে
চুনী পিকে আর শৈলেন অমল
থাকবে হৃদয় জুড়ে।
[দুবাই, ১লা মে, ২০২০]
©চিন্ময়
বিঃদ্রঃ - চুনী গোস্বামীর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ।