[শূন্যতার ওপারে]

শূন্যতার ওপার থেকে
চুঁইয়ে পড়া ফুটফুটে জ্যোৎস্নায়
অবগাহন সারি গভীর মগ্নতায়,
ক্লেদ আর গ্লানির পাহাড় ঠেলে
উন্মুক্ত আকাশে হাত বাড়াই।

বুকে জমা অভিমান নিয়ে
প্রতীক্ষায় থাকি অনন্তকাল—
প্রহর শেষে ধূমকেতু হয়ে
যদি সে আসে ফিরে অকস্মাৎ,
শুরু হয় নতুন পথচলা।

নিস্পলক দৃষ্টিতে রাত হয় পার
পুঞ্জীভূত অভিমানও হয় ফিকে,
পুবের আকাশ পানে চেয়ে
নিদ্রাহীন নেশাতুর রাত কাটে
নতুন এক ভোরের আশায়।

ঘুম, বড্ড ঘুম নামে চোখে,
পুবের আকাশ হয় লাল—
ভোরের হাতছানি ওই দূরে
চোখের পাতায় নামে ঘুম,
আঁধার ঘনায় চোখের তারায়।

[দুবাই, ২২শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়