[রূপকথার দেশ]
এসো বন্ধু আজ শোনাবো
আজব দেশের কথা,
তেপান্তরের মাঠ পেরিয়ে
ঠিক যেন রূপকথা।
দখিনা বাতাস সতত বয়
খুশি বিরাজ করে,
সারা বছর আকাশ থেকে
সুমেরু ছটা ঝরে।
মানুষ সেথায় বেড়ায় উড়ে
পিঠের ডানা মেলে,
দুঃখটা কি কেউ জানেনা
কাটায় হেসে খেলে।
বয়স সবার থেমেই থাকে
সময় থাকে বাঁধা,
সেদেশ বড় আজব অতি
যেন গোলকধাঁধা।
[দুবাই, ৭ই মে ২০২০]
©চিন্ময়