[পুনর্মূষিক ভব]
পুরানো স্বভাব সরিয়ে দূরে বাড়িয়ে দিয়ে হাত
তুমি বন্ধ মনের দুয়ার ঠেলে আনলে সুপ্রভাত।
তোমার লড়াকু মানসিকতায় সরিয়ে দূরে ভয়
এক নিমেষেই হাজারো চিত্ত করলে তুমি জয়।
অনেক মনের দ্বিধাকে আর অনেক দ্বন্দ্ব ঠেলে
সকলে মিলে হাত মেলাল অতীত পিছে ফেলে।
তোমার কাজের তোমার কথায় ঘটল সমন্বয়
তুমি যে অনন্যা এইতো প্রথম ঘটল সে পরিচয়।
জোর শুরু হল নতুন লড়াই অজনা দানব রাশে
জনতা জীবন থমকে দাঁড়ালো প্রশাসনের পাশে।
রুখতে মারণ রোগের প্রকোপ ঘরেতে বন্দি সবে
প্রতিকূলতার মাঝেও কাটালো দুদিনের এই ভবে।
নিজের মূর্তি ধরলে আবার ফিরল রূপ আবার
রাজনীতি পুনঃ সেবার নামেই স্বপ্ন হল কাবার।
সেদিন তোমার কাজের মধ্যে মনে ছিল বিশ্বাস
আজকে তারই মধ্যে বাড়েছে প্রবল অবিশ্বাস।
তোমার কথায় এবং কাজে খুঁজেও মিল না পাই
যেমন তুমি ছিলে আগেও আছো আজও তাইl
আজকে ভরসা করতে তোমায় মনে জাগে সংশয়
ভরসা করার যোগ্য পাত্র তুমি তা মোটেই নয়।
[দুবাই, ১১ই এপ্রিল ২০২০]
©চিন্ময়