[প্রতিধ্বনি]

কথার ছুরির প্রতিধ্বনি আজি রিনি-ঝিনি বাজে
বুকের ভিতর কষাঘাত শুধু কথার চাবুক মাঝে।
সুখের জগৎ হল এলোমেলো মন হল বড় ভারি
প্রেমের বাগানে আস্তানা গাড়ে ভয়ানক মহামারী।
বুক ভেঙে যায় হৃদয় হারায় তবু চলে এই ঘাত
জীবনের সুর ব্যর্থ বোঝাতে পাই শত অজুহাত।
শত প্রচেষ্টা বিফলে গিয়েছে হয়ে গেছি ভাষাহারা
সম্পর্কের চাবিকাঠি খুঁজে আমি আজ দিশেহারা।
অথচ একদা ভেসেছি বিরলে মন বিনিময় শত
ভেসেছি দুজনে অজানা ঢেউয়ে চিরজীবনের মত।
হাস্নাহেনায় সুরভিত নিশা নিঝঝুম ঘন আঁধারে
নিভৃতে সেথা কানাকানি ছিল মনের গুপ্ত দুয়ারে।
যূথ হৃদয়ের কথোপকথনে কেটে গেছে বিভাবরী
স্তব্ধ অতল প্রেমের দুয়ারে রাগ বাজে আশাবরী।
উথাল-পাথাল হৃদয়ের কথা কত মনোহর ভাষা
গলন্ত লাভা প্রবাহের স্রোতে পুড়ে যায় যত আশা।

[দুবাই, ২৯শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়