[মুক্তির স্বাদ]

একঘেয়ে বদ্ধ জীবন থেকে দূরে
মাঝে মাঝে পিছন ফিরে তাকাই—
মুক্তির স্বাদ নিতে।
হিসেবের দিনযাপনের সংগ্রাম ছেড়ে
মনে হয় অজানায় ভেসে যাই,
হারাই সুদূরে কোথাও।
চোখের তারায় বন্দী করে রাখি
পৃথিবীর যা কিছু ভালো আর শুভ—
এগিয়ে চলার পথে।
দূর অজানাকে করি আপন আর
হৃদয় দিয়ে আগলে রাখি তাকে
হৃদয়ের মণিকোঠায়।
চাওয়া পাওয়ার খাতায় সঞ্চয় করি
এক পৃথিবী ভালোবাসা আর—
বিভেদ হীন মনুষ্যত্ব।
সমবেত প্রচেষ্টায় ধ্বংস করে দিই
শকুনের নখে সৃষ্ট সমাজের ক্ষত—
নেকড়ের লোলুপ দৃষ্টি।
সমবেত কুদৃষ্টি তুড়ি মেরে উড়িয়ে দিই
নিশি শেষ প্রহরের গাঢ় আঁধারে—
চিরকালের জন্য।

প্রকৃত মুক্তির স্বাদ বুঝি এভাবেও পাওয়া যায়।

[দুবাই, ৩রা এপ্রিল ২০২০]
©চিন্ময়