[মহামারী]
পিছিয়ে গেল একশো বছর সালটা যেন হঠাৎ করেই,
বিশ্ব জুড়েই মাহামারী কোভিড-১৯ ভাইরাসেতেই।
গোটা ইউরোপ নাস্তানাবুদ অসহায়তা দেখছে সবেই,
আমেরিকারও দম্ভ পতন রুখতে মারণ সংক্রমনেই।
চায়না সেথায় করছে কি যে সমস্তটা গোপন রেখেই,
বিশ্ববাসী আজও নাকাল আসল কারণ খুঁজে পেতেই।
অন্যদিকে লড়ছে জাপান কোরিয়া দখিন তারই সাথেই,
উত্তরের ওই কোরিয়া সেতো করছে নিকেশ আক্রান্তকেই।
মারণ সংখ্যা ছাড়িয়ে গেছে ইবোলা আর সার্সকে কবেই,
কোথায় গিয়ে থামবে এ রোগ বিশেষজ্ঞের চর্চা এতেই।
এখনও তো অমিল টিকা চলছে চেষ্টা জোর কদমেই,
সফলতা আসবে কোথায় নজর সবার সেখানেতেই।
বিজ্ঞানীদের দিন-রাত্তির চেষ্টা ওষুধ আবিস্কারেই,
প্রতিষেধক খুঁজতে গিয়ে নাকাল তবু আছে লেগেই।
এই কদিনেই সফল ভারত সস্তা কিটের আবিষ্কারেই,
স্বল্প ব্যয়ে মিলবে এবার ধরবে এ রোগ হাতানাতেই।
এসব করেই লড়ছে ভারত যৎসামান্য শক্তি নিয়েই,
করোনারই মোকাবিলায় দিবস-রাতি বন্দী থেকেই।
এই পর্যন্ত ফল মিলেছে ধৈর্য্য এবং লকডাউনেই,
আর কটা দিন চললে এমন ফল যে মেলে প্রমাণ হবেই।
বন্দী থেকেই আর ক'টাদিন বুক বাঁধো-রে সেই আশাতেই,
সবুরেতেই ফলবে মেওয়া সংক্রমণও সরবে দূরেই।।
[দুবাই, ৭ই এপ্রিল ২০২০]
©চিন্ময়