[মিষ্টি প্রেমের চাবি]
মনের গভীরে আবেগ নিয়ে প্রেম যমুনায় ভেসে
আঘাত চিন্তা ব্রাত্য সেথা দিন যায় ভালোবেসে।
কেন তবে পশে বাধার পাহাড় প্রেমেরই অন্দরে
কেন মিছে শুধু মনকষাকষি দুটি প্রাণ অন্তরে।
কেন মিছে ছোঁয় সংশয় তীর হৃদয়ের গভীরে
বিদারি হৃদয় তবে সে মুক্ত বুকভাঙা কাতরে।
তবুও এ-খেলা নিয়তই চলে প্রকট কিংবা সুপ্ত
বুকে বেঁধা তীর যন্ত্রণা দেয় কখনও হয়না লুপ্ত।
এ-সবই হল নিয়তির লেখা বুঝে নিয়ে চলি তাই
প্রেমই মহান মিথ্যা সকলি কায়-মন-প্রাণে চাই।
মহাকালের অতল আঁধারে সংশয়ে দিই ঠেলে
মহাবিশ্বের প্রান্তে থামিয়ে যদি কোন ফল মেলে।
তবুও বিষাদ ঘুরেফিরে আসে ক্লান্ত মনের দ্বারে
সংশয় মূলে যতই বুঝায়ে প্রতিহত করি তারে।
ভালোবাসা কি বিষাদ বাহক মনে মনে শুধু ভাবি
মনের গভীরে ডুব দিয়ে খুঁজি মিষ্টি প্রেমের চাবি।
[দুবাই, ১৮ই ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়