[মামার খেয়াল]
হঠাৎ সেদিন ভোর রাত্তিরে
ধরল মামা খেয়াল,
খেয়াল-তো-নয় চিল-চিৎকার
ফাটেই বুঝি দেয়াল।
জাগলো পাড়া সে চিৎকারে
জাগলো প্রতিবেশী
আবছা মেঘের আড়ালেতে
মুখ লুকালো শশী।
চোর ঢুকেছে বেজায় বিপদ
ভেবেই তাড়াতাড়ি,
লাঠি বল্লম নিয়েই সবাই
ঘিরলো মামার বাড়ি।
অন্ধকারেই লাঠির গুঁতো
পড়ল মামার গায়,
থামল খেয়াল হারালো জ্ঞান
আমার মামা হায়।
[দুবাই, ৩রা মে ২০২০]
© চিন্ময়