[জমা-খরচ]
আজও চলেছি ভেসে মরা গাঙ বেয়ে
স্মৃতির সারণী বেয়ে অজানায় ধেয়ে।
পুরানো স্মৃতির ঝাঁপি খুলে দেখি চেয়ে
কিছু তার তরতাজা মনে আছে ছেয়ে।
ব্যথা ভরা কিছু কথা ঝড় তোলে প্রাণে
বিরলে একাকী খুঁজি জীবনের মানে।
খোঁজ করি পথ-বাঁকে কোথা মহাসুখ
জীবন খাতায় দেখি বেদনারই মুখ।
জীবনের পথে মেলা যত টুকু মান
রূঢ় অপমানে কাঁদে বিচলিত প্রাণ।
মনের যাতনা ভুলি হাসি আর গানে
ঝাঁপ দিয়ে ডুব দিই কর্মেরই টানে।
সভ্যতার বুনিয়াদ গড়ি প্রাণ ঢেলে
পরবাসে পড়ে রই সব পিছে ফেলে।
আঘাতে পাওনা যত জীবনেতে ক্ষত
কিছু তাজা রয়ে গেছে জীবনের মত।
প্রাণেতে বেজেছে তবু ভোমরার সুর
কিছু তার দুখে ভরা কিছু সুমধুর।
তবুও এগিয়ে গেছি প্রাণে বেঁধে সুর
পৃথিবী আপন করে কাছে টেনে দূর।
হারিয়েছি কত কিছু কত চেনা-জানা
হিসাব খাতায় ভরা আছে ষোল আনা।
কত সুখ হারিয়েছি চেনা-জানা ভীড়ে
স্মৃতি ফেরে তাড়া করে মনেরই মীড়ে।
[দুবাই, ২৫শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়