[হাল ছেড়োনা বন্ধু]
বন্ধু আমার হাল ছেড়োনা ধীরতা রাখো ধরে
নতুন সূর্য উঠবে আবার নতুন দিনের ভোরে।
ফুটবে আলো মেঘ সরিয়ে আঁধার যাবে সরে
নতুন দিনের হাতছানিতে উঠবে জীবন ভরে।
কাটবে আঁধার ঘুচবে কালো আসবে সুপ্রভাত
লড়াই শেষে ফিরবো জিতে হাতে রেখেই হাত।
চলার পথও হবে মোলায়েম দূষণও যাবে কমে
প্রতিদিনের রোজনামচায় উঠবে জীবন জমে।
যদিও এখন বন্দী সকলে লড়াইটা নয় একার
বন্ধু আমরা শুধুই এখন পরিস্থিতির স্বীকার।
সকলে মিলেই চেষ্টা চালালে অসাধ্য কিছু নয়
বন্ধু তোমার আমার লড়াই আনবেই ঠিক জয়।
নীতির প্রয়োগ মন্দ-ভালো এ-সবই ক্ষণস্থায়ী
ফিরবে ছন্দ হাল ছেড়োনা কিছু-না চিরস্থায়ী।
এইতো কেমন পার করেছি দিনের গণ্ডি মাসে
আর কটা-দিন গেলে মুক্তি আসবেই গৃহ বাসে।
আঁধার কেটে ফুটবে আলো প্রতীক্ষা অবসান
দ্বিধা-দ্বন্দের পাহাড় ঠেলে ফিরবে ধরায় প্রাণ।
নব উত্থান ঘটবে আবার অনুভবে সবই পাই
বন্ধু আমরা একসাথে ফের হৃদয় মিলাতে চাই।
পথের কাঁটা সরিয়ে দু'হাতে আসবেই ঠিক জয়
তোমায় একথা জানাই বন্ধু হবে জয় নিশ্চয়।
[দুবাই, ২৫শে এপ্রিল, ২০২০]
©চিন্ময়