[গণতান্ত্রিক চেতনা]
চরম দারিদ্রের কষাঘাতে জর্জরিত,
মহান দেশের অবহেলিত জনগোষ্ঠী
অভিবাসী শ্রমিকের দল—
আমার সমগ্র চেতনা জুড়ে।
রাজনৈতিক খেলার পুঁতিগন্ধময় বাতাসে
অনৈতিক চাপান-উতোর আর
নৈতিকতার মোড়কে বিলুপ্তপ্রায়, স্বাধীনতা।
মহামারীতে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর
তীব্র ক্ষুধার জ্বালার মর্মস্পর্শী কান্না
মিশে যায় আমার দেহকোষে,
গণতান্ত্রিক চেতনায়।
হায়রে স্বাধীনতা, সংজ্ঞাহীন, পরিহাস!
এখানে, পুষ্পকরথ থেকে পুষ্পবৃষ্টি হয়,
জোটেনা ভাত-কাপড়, আসেনা মুক্তি।
দেশের মাটিতেই নির্বাসিত, নির্যাতিত,
সমাজের বৃহত্তর অংশ ওরা,
অমূল্য ভোটব্যাঙ্ক।
[দুবাই, ৬ই মে ২০২০]
©চিন্ময়