[একলা বৈশাখ]

নতুন বছর কড়া নাড়ায় মনের দরজায়
বর্ষশেষের সমাপ্তিতে রাত্তির বারোটায়।
জীর্ণ-বর্ষ বিদায় বেলায় হাতের ইশারায়
নববর্ষে শুধায় হেঁকে, "আয়রে ছুটে আয়।
চলার পথে শেষ-প্রহরে দিলাম সঁপে ভার
নতুন দিনে ভালো রাখিস জগৎ সংসার।
পুরাতনের আবর্জনা নিলাম সাথে আজ
সবাইকে খুশি রাখার দিয়ে গেলাম কাজ।
শঙ্খ ভেরি বাজিয়ে তোরে জানাই আমন্ত্রণ
দেশ পরিবার সুখে রাখার করিস মনে পণ।
একটা বছর রইল হাতে গোছাতে চারদিক
হাসি খুশি দিয়েই সবায় রাখিস করে ঠিক।
আজ যদিও বন্দী ওরা চার দেয়ালের মাঝে
সুদিন ত্বরা আসে যেন দেখিয়ে দিস কাজে।
নতুন দিনের উদয় ঘটুক স্বপ্নেতে দিক ধরা
বাঁধন-হারা খুশির ছোঁয়া ফিরে আসুক ত্বরা।
ঘরে ঘরে আসুক ফিরে নতুন দিনের আলো
এই তমসা সরিয়ে দূরে সুখের প্রদীপ জ্বালো।"

নববর্ষ-ই আজকে ব্রাত্য 'নিউ ইয়ারের' জালে
এখনকারই পয়লা বোশেখ বন্দী বেড়াজালে।

[দুবাই, ১৪ই এপ্রিল ২০২০]
©চিন্ময়