[এ কেমন যাওয়া]

এমনি করেই বিদায় নিলে বললেনা গুড বাই
এইকি তোমার যাবার বেলা প্রিয় ইরফান ভাই।
মানুষ শুধুই ভুল করেনা বিলিয়ে নিজের প্রাণ
সময়ও যে ভুল করতে পারে হলও তার প্রমাণ।
অকাল মারণ বসিয়ে থাবা কাড়ল মহান প্রাণ
'তারা'র পতন অকস্মাৎ-ই বাজলো বিরহ তান।
অযুত স্মৃতির আকর চোখে বুকে দুঃখের সুর
নায়ক তুমি নয়ন থেকে আজকে অনেক দূর।
রইল পড়ে মনের কোণে তোমার সকল স্মৃতি
ফিরলেনা আর পিছনেতে চলার পথের ইতি।
অবুঝ আশা মনের মাঝে মানেনা এই যাওয়া
হঠাৎ যদি আসত ফিরে মিটতো কিছু চাওয়া।
বলতে তুমি কাহিনি সেটাই যেটার হলেও সারা
চোখের জলে বাজিয়ে তালি দর্শক মাতোয়ারা।
হঠাৎ জীবন যবনিকাপাতে নেইতো মনের সায়
বারে বারে মন ফিরে ফিরে চায় বড়ই অসহায়।
পর্দা টানার পরেও মননে রইতো তোমার রেশ
করতালিতেই মিলত প্রমাণ হয়েও হতনা শেষ।
আজ অসময় বিদায়-কালে ব্যথায় আকুল মন
খসলো 'তারা' আকাশ থেকে ব্যথার অনুরণন।
রুপালি পর্দা হারালো তোমায় এক অধ্যায় শেষ
করতালি নয় শুধুই বিদায় থাক মনে এর রেশ।

[দুবাই, ২৯শে এপ্রিল, ২০২০]
©চিন্ময়
বিঃদ্রঃ - ইরফান খানের অকাল মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ।

'I suppose in the end the whole of life becomes an act of letting go but what always hurts the most is not taking a moment to say good bye'. Good Bye Irfan, we will miss you.