আকাশের তারা দূরে আজও জেগে
বুকে তার ভয়াবহ আগুনের সংসার,
একদিন সে তো হবে ছাই, তবু বাঁচে
শ্মশানের বুকে মাথা রেখে, সারারাত।
অবয়ব ঘিরে তার আঁধারের কারুকাজ
অনন্ত আকাশে তার জেগে ভেসে থাকা
দূর থেকে উঁকি দিয়ে খুঁজে ফেরে তাপ
নিশীথ শীতল রাতে শ্মশানের অন্তরে।
মায়াভরা রাতের আঁধারে দূর থেকে ডাকে
মিটিমিটি করে চায় আর নিশি ডাক দেয়
কাছে গেলে জ্বলে পুড়া ছাই হতে হবে, জানি
তবুও ঝাঁপ দিই তার বুকে, পড়ে থাকে রাখ।
এ জ্বালা পোড়ায় না আর, পার্থিব দেহ মন
জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সব, কোনকালে
পড়ে আছে যা দেহ ক্ষতবিক্ষত, কঙ্কালসার,
সময়ের সাথে শুধু বেঁচে থাকা, অনন্তকাল।
[দুবাই, ৪ঠা মার্চ ২০২০]
@চিন্ময়