[চকোলেট-হিরো]
আজকে আবার খসলো 'তারা'
বড়ই দুঃসময়,
এবার 'ঋষি'র যাত্রার শেষ
নেমে এল অসময়।
পরাজিত হল জীবন-যুদ্ধ
লিউকেমিয়ার হাতে,
চিরনিদ্রায় 'চকোলেট-হিরো'
আচমকা এই প্রাতে।
সদা হাসিমুখ শায়িত নিথর
দেহ ঘিরে যত মায়া,
সুদূরে হারালো রইলো পড়ে
প্রাণহীন এক কায়া।
রুপালি জগতে ইন্দ্রপতন
মনে ভরে ছিল আশ,
হৃদয় জুড়ে শূন্যতা ছায়
বাড়ে মনে হা-হুতাশ।
কালের গর্ভে বিলীন 'তারা'
কালের নিয়ম এই,
আমরা শুধুই নীরব সাক্ষী
কিছুই করার নেই।
হারিয়ে 'তারা' গভীর শোকে
চিত্ত পাষাণ কারা,
মগ্ন শোকের মাঝেও সে আজ
উজ্জ্বল ধ্রুবতারা।
মৌনতা ঢাকে নীরব ভুবনে
গোটা চরাচর জুড়ে
চিরবিদায়ের ঘণ্টার ধ্বনি
বাজে সকরুণ সুরে।
'করোনা' জেরে মানুষ যখন
বন্দী নিজের বাসে
'তারকা' পতন বিষ্ময়ে দেখি
অসহায় গৃহ-বাসে।
[দুবাই, ৩০শে এপ্রিল, ২০২০]
©চিন্ময়
বিঃদ্রঃ - ঋষি কাপুরের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ।