[বৃষ্টিভেজা স্বপ্ন]
বৃষ্টির ফোঁটা—
বুকের মধ্যে ঢেউ তোলে,
এক অনির্বচনীয় আনন্দ খেলে
প্রতিটি নিউরনের অন্দরমহলে।
স্বপ্নহীন অন্ধকারে ডুব সাঁতার দিই
তোমার বৃষ্টিধোয়া ঘুমের গভীরে।
একটানা রিমঝিম শব্দ
ভেজা হাওয়ার হাত ধরে
বিষাদমাখা গান হয়ে ছড়িয়ে পড়ে
তোমার ঘুম জড়ানো স্বপ্ন সাগরে।
আঁধারে ভেজা বৃষ্টিধোয়া রাতে
বৈশাখী চাঁদের আলোর স্বপ্নে ভাসি।
[দুবাই, ৪ঠা নভেম্বর ২০১৯]
©চিন্ময়