[বন্দী অমর প্রেম]
বুকের ভিতর হাতুড়ির বাড়ি প্রেম কাঁদে অসহায়
শূন্য দু'হাতে প্রেম খুঁজে ফিরি হাতড়িয়ে সাহারায়।
ঊষর-মরুর ধূসর বুকেতে কেঁদে-কেঁদে প্রেম ঝরে
ব্যাকুল হৃদয়ে বন্দী উদাস প্রেম মাথা কুটে মরে।
নিয়ত একই অনুযোগ সাথে থমকে গিয়েছে পল
উষ্ণ বালুকা পেয়েছি দু'হাতে ফেলেছি নয়নজল।
তবুও প্রকট প্রতিশোধ স্পৃহা কি সুখের সন্ধানে
ভ্রান্ত কারণে কথারই তীরে ক্ষত ভরে এই প্রাণে।
মনে কি পড়ে সেদিনের কথা প্রথম প্রেমের দিন
প্রগাঢ় প্রেমে হৃদয়ের টানে ভেসে ছিল রাতদিন।
চরাচর ছিল থমকে দাঁড়িয়ে কেটেছিল কত পল
পুরানো কথার স্মৃতিচারণেতে ভালোবাসা সম্বল।
কোথায় হারালো সুপ্ত সে-প্রেম প্রবল মনের টান
কোথায় ভরসা প্রেম ভালোবাসা সুমধুর আহ্বান।
উষ্ণ হৃদয়ে বরমালা গেঁথে যে সুরে বাঁধিয়া তান
সিক্ত যূথীর সে মালা পরতে মিশে ছিল জয়গান।
ঝরা ফুলদল শুকায় মালা অনাদরে পলেপলে
নিবিড় প্রেমের বাঁধন শিথিল অজান্তে প্রতিপলে।
হৃদয়ে হৃদয়ে কথা বলাবলি ক্রমশই গেছে কমে
অযথা মনে ক্ষোভের পাহাড় ক্রমেই উঠেছে জমে।
তবু বলে যাই আমার কথা কোথায় তোমার স্থান
আজিও মননে লালিত যতনে প্রথম প্রেমের টান।
ভালোবাসা টান রয়েছে একই তবু মিছে কেন ভয়
ভালোবাসা চির শাশ্বত তাই আখেরে প্রেমের জয়।
[দুবাই, ১৯শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়