[বিচিত্র সখ]

কেউবা জমায় ডাকটিকিট কেউবা জমায় পেন,
কেউবা আবার সখেই জমায় বিলিতি শ্যাম্পেন।
বেলজিয়ামের কাঁচের গ্লাস কেউবা জমায় তাকে,
কেউবা আবার গানের রেকর্ড সংগ্রহ করে রাখে।
কেউবা জমায় ভিনটেজ গাড়ি কেউবা ফিটন কার
কেউবা জমায় ঢাল তলোয়ার বিচিত্র সখ-ই তার।
নানান রঙের কুড়িয়ে পাথর কেউবা জমায় ঘরে,
ঝিনুক কুড়ায় সাগর বেলায় কতনা যতন ভরে।
দেশ বিদেশের পুতুল জমান এমনও মানুষ পাবে,
কেউবা নিদেন দেশলাই খোল খুঁজলে দেখা যাবে।
কারোর আবার সখ জমানোর কয়েনের সম্ভার,
স্বদেশ বিদেশ সব মিলিয়েই জমানো যে-চাই তার।
কেউবা জমান নানান ভাষায় প্রকাশ বিশেষ বই,
বিদেশ বিভুঁই পাড়িও জমান বইয়ের পাগল ওই।
নানান সখের মানুষ পাবেন খুঁজলে জগৎ ময়,
হরেক রকম সখের বাহার ছড়িয়ে ভুবন ময়।
কেউবা বলবে মানুষ তো নয় আছেই মাথায় ছিট,
তাদের জানাই কেউবা জমান নভেল করোনা কিট।

[দুবাই, ১৮ই এপ্রিল ২০২০]
©চিন্ময়