[ভোরের স্বপ্ন]

এতদিন পরে মহারণে আজ বিজয় অবশেষে
ধরায় এবার শত্রু বিনাশ স্বস্তি উঠেছে হেসে।
কেটেছে প্রহর মন খারাপের ফিরেছে সুসময়
নতুন ঊষার স্নিগ্ধ আবেশে প্রকৃতিও মায়াময়।
উঠছে জেগে ধরা আবার ঘুমের চাদর খুলে
নতুন আলোর ঝর্ণা-ধারা উঠলো দুলে দুলে।
বৃক্ষ-শাখায় ফুল পাখিরা এসেছে ফের ফিরে
আনন্দের এই জলসাঘরে হাসি গানের ভিড়ে।
হাসছে আজি নতুন সকাল আশার কিরণেতে
দীর্ঘ পথের লড়াই শেষে উঠছে জীবন মেতে।
ফিরছে জীবন মন্দ্র লয়ে ফল্গু স্রোতের ধারায়
মুখর আজি অরণ্যরাজি বন্দী চোখের তারায়।
আকাশ-বাতাস স্বপ্ন-বিভোর উপচে পড়ে খুশি
গাছের শাখায় উড়ে বেড়ায় টুনটুনি মৌটুসি।
খুশির বন্যা বইছে দেখো আকাশ সীমানায়
কলকাকলীতে মুগ্ধ ভুবন সুরেরই মূর্ছনায়।
দিক-দিগন্তে সুরভিত ধরা শান্তি এসেছে নামি
মানুষ বুঝেছে ধরার বুকে জীবন কতটা দামি।

বন্ধু তুমিও হাত বাড়ালে কুয়াশা চাদর ঠেলে
আমিও তাই হাত বাড়ালাম মনের সুধা ঢেলে।

[দুবাই, ২৬শে এপ্রিল, ২০২০]
©চিন্ময়