[অধরা প্রেম]

ভালোবাসা মনে হয় আকাশের চাঁদ,
স্বপ্নজাল বুনি আমি তার কথা ভেবে
স্বপনচারিনী ছিল, আছে আজও সে—
বোঝাতে ব্যর্থ আমি উদাস প্রেমিক,
অপেক্ষায় আছি পথ চেয়ে, উৎকন্ঠায়।

এতদিন সঙ্গোপনে, ছিল সে হৃদয় জুড়ে
রাখা ছিল সবকিছু প্রেমেরই আঙিনায়
ছলনা ছিলনা কোথাও মনের অন্দরে—
তবুও সে চলে গেল শেষে, ভুল রোষে
হৃদয়ে লালিত আজও সে, মণিকোঠায়।

আজও একা বসে থাকি পথ চেয়ে দূরে
হাতড়িয়ে খুঁজে ফিরি প্রেম, আঁধারে,
দৃষ্টির ওপারে খুঁজি ভালোবাসা রেশ—
প্রগাঢ় প্রেম জানি, ঠুনকো সে তো নয়
তবু, বাঁধ ভাঙা প্রলয়-স্রোতে ভেসে যায়।

এখনও যতন ভরে দিবা নিশি বেঁধে রাখি
অন্তরের আঙিনা হতে সে পাছে না হারায়,
তবুও অকারণে হঠাৎই চলে যাওয়া তার—
গুমরিয়ে কেঁদে মরে প্রাণ, বাহিরে-অন্তরে,
ভেসে যায় স্মৃতি কালের স্রোতে, অসহায়।

[দুবাই, ২৩শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়