[আলোয় ফেরা]

মনের কোণে দখিনা বায় ভালোলাগার দিন
উৎসারিত কথার আঁচে প্রলয় তাধিন ধিন।
ভালোবাসার সময় সাথী উপচে পড়া ঢেউ
নিত্য সেথা খবর নেয়া মনের মাঝের কেউ।
ভালোলাগার সময়গুলো মিথ্যে সেতো নয়
গোপন মনের অন্তরালেই চিরটাকাল রয়।
মধুর স্মৃতি মনের কোণে হৃদয়ে দেয় দোল
স্বপ্ন মধুর কল্প মায়া প্রাণে তোলে হিল্লোল।
এমনি করেই বছর ঘোরে সম্পর্কের টানে
বাস্তবতার আঙিনাতে জীবন খোঁজে মানে।
চলে যাওয়া মধুর সময় আসেনা আর ফিরে
সম্পর্কের মুহুর্ত তাই আগলে রাখি ধীরে।
সুখ স্মৃতির আকর সেতো চির অমর বাণী
ভালো মন আর সম্পর্কের গভীর টানাটানি।
এমনি করেই বাড়ে যখন সম্পর্কের মানে
কথার ছুরির শক্তিশেল আমূল গাঁথে প্রাণে।
যন্ত্রণাতেই পাগলপারা জ্বালায় বোবা হৃদয়
দম আটকানো পরিস্থিতি মনের মাঝে প্রলয়।
তবুও প্রেমের পরশ খোঁজে প্রথম ভালোলাগা
দিবারাত্রি আশার আলোয় নিশুতি রাত জাগা।

পুব আকাশে নতুন ভোর বাড়ায় প্রেমের হাত
ছন্দ ফেরে ভালোবাসায় শেষ-হয় কালো রাত।।

[দুবাই, ২৮শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়