[আগামীর ডাক]
পৃথিবীর ইতিহাস ফিরে দেখে মহামারী,
বিশ্ব সংসার জুড়ে কড়া নাড়ায় সর্বনাশ,
মৃত্যুপুরীর দোরগোড়ায় দাঁড়িয়ে যমদূত
অদৃশ্য হাতে ছড়িয়ে চলেছে বিভীষিকা—
ক্ষুদে শয়তানের বেশে দেশ দেশান্তরে।
দেশ দেশান্তর ঘিরে শুধু শোকের ছায়া
সারি দিয়ে চলেছে নীরব মৃত্যু মিছিল,
চারিদিকে অসহায় মানুষের হাহাকার,
আকাশ বাতাস জুড়ে ভয়াল আর্তনাদ—
কিভাবে মিলবে এই রোগ মুক্তির উপায়!
মুক্তির উপায় খুঁজতে ব্যস্ত বিজ্ঞানী মহল,
একদিকে নিরলস চেষ্টা চালাচ্ছেন তাঁরা,
অন্যদিকে পৃথিবীর দেহে অবাধ বংশবৃদ্ধি,
ক্ষুদে শয়তানেরা দখল নিয়েছে ফুসফুসে—
তীব্র শ্বাসকষ্ট আর যন্ত্রণায় থামছে জীবন।
থামছে জীবন, প্রকৃতি সমৃদ্ধ হচ্ছে আরও
সুনীল আকাশ আর বিষহীন মুক্ত বাতাসে
নতুনের জয়গান, চারিদিকে বাজছে শাঁখ,
আগামীর ডাক ভেসে আসে কানে, বলে—
দুর্যোগের শেষ, এবার শান্তি ফিরছে ধরায়।
[দুবাই, ২৭শে মার্চ ২০২০]
©চিন্ময়