প্রশ্ন খোঁজে উত্তর,
উত্তর প্রশ্নের।
যেনো বিকশিত মন চায় প্রাণ।
হৃদয়ের ভালোবাসার প্রাণ।
সবসময়ের জন্য মান।