উড়োচিঠি আসবে বলে,
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে।
যেনো ভালোবাসার মানভূমি -
জেগে থাকবে ভালো থাকার নীপবিথি রূপে।