চোখে উল্লাসের মতধারা,
যেনো ঝিমুনি চোখে,
বয়ে চলে বারিধারা!
হৃদভাংগা গোপনে,
ভালোবাসার আয়োজন।