টেন এগিয়ে যায়,
পিছিয়ে যায়!
তবু গন্ত্যবে চলেই যায়।
ভালোবাসার নিশান উড়িয়ে।