স্বপ্নের ভেলা এগিয়ে চলে,
ছেড়ে আসা সভ্যতার অপরিণত তদভব উত্তরের আশায়!
যেনো সুস্থ মানুষের সাথে চলা,
সময়ের প্রেক্ষিত হওয়া।