স্বপ্নসাথী আছে,
থাকবে।
আসবে বাস্তবতার রাজপুত্র রাজপুত্র রূপে।