স্বপ্ন ছবি আঁকে,
মনের ক্যানভাসে।
ভুলে যাওয়া উত্তর,
খোঁজে প্রশ্ন ছুঁয়ে যাওয়া হৃদয়।