স্বপ্ন আলো জেগে থাকে,
জাগার ভাবনায়।
যেনো ভালোবাসা বেঁচে আছে,
ভালো থাকার স্পর্শ বাসনা রূপে।